IQNA

শহীদ সাইয়াদ শিরাজির মাতার ইন্তেকালে রাহবারের শোক

12:43 - July 31, 2016
সংবাদ: 2601296
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দেশটির জাতীয় বীর ও প্রাক্তন সিনিয়র সামরিক কর্মকর্তা জেনারেল শহীদ সাইয়াদ শিরাজির মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় বীর ও প্রাক্তন সিনিয়র সামরিক কর্মকর্তা জেনারেল শহীদ সাইয়াদ শিরাজির মাতা গত ২৫শে জুলাই সোমবার দুপুরে তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এ দেশপ্রেমী ও ধর্মপ্রাণ নারীর ইন্তেকালে ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী এক বিবৃতিতে গভীর শোক জ্ঞাপন করেছেন।

রাহবারের শোকবার্তাটি নিম্নরূপ-

বিসমি তায়ালা,

জাতীয় বীর ও প্রাক্তন সিনিয়র সামরিক কর্মকর্তা জেনারেল শহীদ সাইয়াদ শিরাজির স্নেহময় ও সাহসী মাতা'র ইন্তেকালের খবর আমাকে গভীরভাবে মর্মাহত ও শোকাহত করেছে। আমি এ মহীয়সী নারীর মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে আমি উক্ত মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ওয়াস সালাম

সাইয়েদ আলী খামেনেয়ী।

২৯-৭-২০১৬

iqna


captcha