পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট
রুহানির এ সাক্ষাৎকার ইরানের টেলিভিশন চ্যানেলে সরাসরি
সম্প্রচার করা হয়। তিনি বলেন, "ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই করা পরমাণু সমঝোতা
দেশ ও অর্থনীতির জন্য একটি ভালো পরিবেশ তৈরি করেছে। তবে যদি অন্য পক্ষ
ঠিকমতো এ সমঝোতা বাস্তবায়ন করত তাহলে আমরা আজ আরো ভালো অবস্থায় থাকতাম।”
ড. হাসান রুহানি বলেন, ইহুদিবাদী ইসরাইল সবসময় এ সমঝোতার
বিরুদ্ধে ছিল এবং বার বার আলোচনা বানচাল করার চেষ্টা করেছে। এছাড়া,
আঞ্চলিক কিছু দেশও
শিশুসুলভভাবে এ সমঝোতার বিরোধিতা করেছে এবং এখনো তা
অব্যাহত রেখেছে। মার্কিন কংগ্রেসও পরমাণু সমঝোতা বাস্তবায়নের
পথে বাধা সৃষ্টির
চেষ্টা করছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, "আমেরিকা যদি বিশ্বস্ততার সঙ্গে
এ সমঝোতা বাস্তবায়ন করত তাহলে তাদেরকে বিশ্বাস করে আমরা অন্য ইস্যুতে
আলোচনা করতে পারতাম যা আঞ্চলিক দেশগুলোর জন্য এবং ইরান ও আমেরিকার স্বার্থ
রক্ষা করত। ড. রুহানি বলেন, আমেরিকা তার দায়িত্ব পুরোপুরি পালন
করতে ব্যর্থ হয়েছে এবং অন্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা করার সুযোগ নিতে ব্যর্থ
হয়েছে।#