
বার্তা সংস্থা ইকনা: ১৩ অক্টোবর নিউ ইয়র্কের এক সন্ত্রাসী গুলি করে আল-ফুরকান জামে মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা মিয়াকে (৬৪) হত্যা করেছে। এদিকে নিহত এই দু'জনের জানাজার নমাজের দিনে মুলহোতাকে গ্রেফতার করেছে নিউইয়র্কের পুলিশ।
পুলিশ মুখপাত্র এ ব্যাপারে বলেন: খুনের অভিযোগে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার বয়স ৩৫ বছর এবং তার নাম "অস্কার মোরেল"। হত্যাকারী নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকায় অধিবাসী।
ঘাতক গ্রেফতার হলেও তাকে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ঘাতক ব্রুকলিন স্প্যানিশ ভাষী। তদন্তের জন্য তার নিকট থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে পেশ ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তার সহযোগী তারা মিয়ার জানাজার নামাজে অংশগ্রহণকারীরা মসজিদসমূহের নিরাপত্তা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে। দিবালোকে প্রকাশ্যে সকলের সামনে দুই জন মুসলমানকে হত্যা করার অর্থ হচ্ছে বর্ণবাদীরা ইসলাম ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন করে এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘাতক এই হত্যা করেছে।
অবশ্য পূর্বে পুলিশ ঘোষণা করেছিল, ধর্মীয় কারণে এই হত্যা করা হয়েছে, নাকি এই হত্যার পিছনে অন্য কোন কারণ লুকিয়ে রয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল জনসংযোগ পরিচালক ইব্রাহিম হুপার বলেন: সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম বিদ্বেষীরা যে সকল কর্মকাণ্ড করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে জঘন্য সহিংস ঘটনা।
iqna