ওকলাহোমা রাজ্যের আমেরিকা-ইসলামিক রিলেশনস কাউন্সিলের আইনি পরিচালক "ভেরোনিকা লেজার" বলেন: আমেরিকায় মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দাবি করে প্রাম্পের বক্তব্যের পর, এই দেশে ইসলাম বিরোধী অনুভূতির এবং তাদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
আমেরিকার এক জাতীয়তাবাদির হাতে নিউ ইয়র্কের একজন মসজিদের পেশ ইমাম এবং পরবর্তীতে ওকলাহোমা রাজ্যে লেবাননের এক নাগরিক হত্যার জবাবে তিনি বলেন: সকল মানুষ, কি মুসলিম বা অমুসলিম এবং এই খবর শুনে আতংকিত হয়েছে। নাগরিক রক্ষায় পুলিশের ব্যর্থতার কারণে জনগণ বেশী ক্রুদ্ধ হয়েছে।
গত দিন, খালেদ জাবারা নামে ৩৭ বছর বয়েসী আরব আমেরিকান ওকলাহোমায় তার "স্ট্যানলি ভারনন মিযরাজ" নামে ৬১ বছর বয়েসী জাতীয়তাবাদী প্রতিবেশীর হাতে নিহত হয়েছেন।
স্ট্যানলি তার প্রতিবেশী আরব হওয়ার কারণে "নোংরা আরব ও নাপাক লেবাননি " বলে অপমান করে। আর এতেও সে ক্ষান্ত না হয়ে তার প্রতিবেশীকে গুলি করে হত্যা করে।
ভেরোনিকা লেজার বলেন: মুসলমান ও অভিবাসিদের বিরুদ্ধে ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের পর থেকে আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতন বৃদ্ধি পেয়েছে।