
বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের প্রধান জুমার নামাযের খতিব হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী আজ শুক্রবার এ সপ্তাহের জুমার নামাযে উপস্থিত মুসল্লিদের প্রতি জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া ও খোদাভীতি অবলম্বনের উপর গুরুত্বারোপ করে বলেন: তাকওয়া ও খোদাভীতি মানুষকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। তাকওয়া বিহীন মানুষ যে কোন মুহূর্তে শয়তানদের পাতা ফাঁদে পা দিতে পারে।
তিনি ইরানের সরকার সপ্তাহ উপলক্ষে সাবেক দেশপ্রেমী শহীদ রেজায়ী সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন: ইসলামী বিপ্লবের পর শহীদ রেজায়ী সরকার দেশ ও জাতির কল্যাণে যে সব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, তার সুফল এখনও জনগণ ভোগ করছে।
তিনি ইয়েমেনে শিশু-ঘাতক সৌদি শাসকগোষ্ঠীর অব্যাহত অপরাধযজ্ঞ ও নিরপরাধ ইয়েমেনি জনগণকে নির্বিচারে হত্যার সৌদি নৃশংসতা তুলে ধরে বলেছেন, রিয়াদ ইয়েমেনে সর্বাত্মক বোমা হামলা চালিয়ে এবং দেশটির অবকাঠামোগুলো ধ্বংস করেও তার প্রত্যাশিত কোনও একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ইয়েমেনে রাজনৈতিক পরিষদ চালু হওয়ার ঘটনাকে ‘আগ্রাসনের মোকাবেলায় প্রতিরোধের পথ চালু রাখা’ বলে স্বাগত জানিয়েছেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, আশা করছি খুব শিগগিরই ইয়েমেনের বৈধ সরকার স্বাধীনতা অর্জন করবে এবং সৌদি সরকার ও তার সহযোগীরা তাদের অপরাধের শাস্তি পাবে।
iqna