IQNA

সম্প্রসারিত হচ্ছে লিলবার্নের দারুল আব্বাস মসজিদ

4:58 - August 28, 2016
সংবাদ: 2601468
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের লিলবার্ন শহর কর্তৃপক্ষের সহযোগিতায় ‘দারুল আব্বাস (আ.)’ শিয়া মসজিদের সম্প্রসারণ প্রকল্প আগামী বছর নাগাদ বাস্তবায়িত হতে যাচ্ছে।

My AJC এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ৫ বছর আগে লিলবার্ন শহরে দারুল আব্বাস (আ.) মসজিদের সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের পথ রাজ্য সরকারের হস্তক্ষেপে মসৃণ হয়। আগামী বছর নাগাদ ঐ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বর্তমানে মসজিদ কর্তৃপক্ষ।

এ সম্প্রসারণের আওতায় ২০ হাজার স্কয়ারে মিটারের দুই তলা বিশিষ্ট ভবন নির্মিত হবে।

৫ বছর আগে স্থানীয় জনগণের অভিযোগের মুখে বাধার মুখে পড়ে প্রকল্পটি। লিলবার্নের নগর পরিষদও ছিল এর বিরোধী। কিন্তু মার্কিন আইন মন্ত্রণালয় নগর পরিষদকে ৫ বছরের এ প্রকল্পটির অনুমোদন দিতে বাধ্য করে।

লিলবার্ন শহরের অনেক বাসিন্দাই ‘আটলান্টা’ পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে এ মসজিদ সম্প্রসারণের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

লিসলি এডউইন বলেছেন: আমি আনন্দিত যে, মুসলমানরা ইবাদতের জন্য একটি স্থান নির্মাণ করতে সক্ষম হচ্ছে’।

মসজিদ কমিটির জনৈক সদস্য মসজিদের অমুসলিম প্রতিবেশীদের উদ্দেশ্য বলেছেন: ইসলাম শান্তির ধর্ম। মসজিদ অন্যান্য ইবাদতের স্থানের ন্যায় একটি ইবাদতের স্থান।

প্রসঙ্গত, ‘দারুল আব্বাস (আ.) মসজিদটি’ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় একশটি পরিবার এ মসজিদটিতে নামায আদায় করে থাকেন। যাদের অধিকাংশই ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত।#3525641


captcha