তিন দিনের এই সম্মেলনে শিক্ষণ পদ্ধতি পর্যবেক্ষণ, জ্ঞান অর্জন এবং কুরআন হেফজ করার ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হবে। আরবি, মালায় ও ইংরেজি ভাষায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। হেফজে কুরআনের আলোকে আন্তর্জাতিক সম্মেলনে আগ্রহী ব্যক্তি মণ্ডলী পবিত্র কুরআনের আলোকে লিখিত প্রবন্ধসমূহ ১০ সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়া কুরআন রিসার্চ সেন্টারে জমা দিতে পারবেন।
মালয়েশিয়া কুরআন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আগামী বছরেও কুরআন গবেষণার আলোকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। কুরআন গবেষণার কাজে গবেষকদের উৎসাহিত এবং পবিত্র কুরআনের সম্পর্কে সর্বশেষ তথ্য শেয়ার করার লক্ষ্যে বিগত সাত বছর ধরে ধারাবাহিক ভাবে উক্ত শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।