IQNA

ইসলাম বিদ্বেষীদের পাশবিক হামলায় নিহত হলেন হিজাবী নারী

15:20 - September 03, 2016
সংবাদ: 2601506
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় সন্ত্রাসী হামলায় ইমামসহ দুজনকে হত্যার মাস না গড়াতেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশী আরও এক নারীকে কুপিয়ে হত্যা করেছে উগ্র সন্ত্রাসীরা।
বার্তা সংস্থা ইকনা: নিউইয়র্কের অদূরে জ্যামাইকা হিলস এলাকায় বসবাস করতে নাজমা খানম ঝর্না (৬০)। ধার্মিক এই ভদ্র মহিলা বুধবার রাতে তাদের দোকান বন্ধ করে, তার স্বামীর সাথে বাড়ীর উদ্দেশ্যে ফিরছিলেন। বাড়ীতে ফেরার পথে তাদের উপর অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে। অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীদের হামলার ফলে নাজমা খানম ঝর্না নিহত হন।

নাজমা খানমের দেবর এসকান্দার আজম খান জানান, ১৯৭২ সালে শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক শামসুল আলম খানের সঙ্গে তার বিয়ে হয়। নিহত নাজমা খানমও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষিকা ছিলেন। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে নাজমুল আলম খান লিটু ও মেয়ে তৃণা খানম ঢাকায় থাকেন। ছোট ছেলে শুভকে নিয়ে ২০০৯ সাল থেকে আমেরিকায় বাস করছিলেন এই দম্পতি। ছোট ছেলের বিয়ের উদ্দেশে দুই মাস পরই দেশে ফেরার কথা ছিল পরিবারটির।

সম্প্রতি আমেরিকায় সাম্প্রদায়িক হত্যাকাণ্ড ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে হিজাব পড়া মুসলিম মহিলা এবং দাড়ি-টুপিওয়ালা মুসলিমদের দিকেই স্থানীয় উগ্র সন্ত্রাসীদের টার্গেট।

গত ১৩ অগাস্ট কুইন্সের ওজন পার্কে গুলি চালিয়ে হত্যা করা হয় বাংলাদেশী ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সাথী তারা মিয়াকে (৬৪)। ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অস্কার মরেল (৩৫) নামক এক স্পেনিশভাষীকে। তবে এ হত্যাকাণ্ডে কোন সুরাহা এখনো হয়নি।

মাত্র ১৭ দিনের ব্যবধানে ইসলাম বিদ্বেষীদের হাতে আরেক বাংলাদেশী নিহত হওয়ার কারণে কুইন্সের জ্যামাইকা এবং ওজনপার্ক এলাকায় বসবাসরত লক্ষাধিক বাংলাদেশীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিহত নাজমা খানম ঝর্নার নাতি মুহাম্মাদ রহমান বলেন: হামলাকারীরা তার নিকট থেকে কোন কিছুই হাইজ্যাক করেনি। এবং আমরা নিশ্চিত যে, এই হত্যাকাণ্ড শুধুমাত্র ঘৃণার কারণেই ঘটেছে। আমরা সকলেই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

এর পূর্বে জুলাই মাসের প্রথম দিকে নিউইয়র্কের একটি মসজিদের সামনে ইসলাম বিদ্বেষীরা দুই মুসলিম যুবকের উপর হামলা চালায়।

এ ঘটনার পূর্বে টেক্সাস স্টেটের হিউস্টন শহরে এক মুসলিম ডাক্তারের ওপর অজ্ঞাত পরিচয়ের ৩ জন ইসলাম বিদ্বেষী হামলা করে। উগ্রপন্থীদের এই হামলার ফরে ঐ মুসলিম ডাক্তার গুরুত্বর আহত হয়। এই সন্ত্রাসী হামলার এক দিন পরে ফ্লোরিডা ইসলামিক সেন্টারের সামনে ইসলাম বিদ্বেষীরা অপর এক মুসলমানের ওপর হামলা করে গুরুত্বর আহত করে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা জুড়ে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছ।

iqna


captcha