ইরাকের নেইনাওয়া প্রদেশের স্থানীয় সূত্র ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ মসুলের অধিবাসীদের মধ্যে ঘোষণা করেছে, আগামী মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে এবং যদি কেউ এই ঘোষণার বিরোধিতা করে তাহলে তাকে বেত্রাঘাত করে হবে এবং তাকে কারাগারে প্রেরণ করা হবে।
এই সূত্র জানিয়েছে, যে সকল দেশ ও প্রতিষ্ঠান, সোমবার ঈদুল আজহার দিন ঘোষণা করেছে তারা মুরতাদ বলে দাবী করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী। এছাড়াও এই গোষ্ঠী মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা করেছে এবং যদি কেউ অন্য দিনে ঈদ পালন কারে তাহলে তারা মুরতাদ (ধর্মত্যাগ)।
নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র আরও জানিয়েছে, দায়েশের এই ধরণের জোরপূর্বক আইনের কারণে এলাকাবাসী এই দলের প্রতি ক্ষিপ্ত হয়েছে এবং তারা সকলে মিলে দায়েশের এধরণের কাজে বিরোধিতা করার পদক্ষেপ নিচ্ছে।
সকল আরবি দেশ এবং ইসলামিক প্রতিষ্ঠান সমূহ সোমবার ঈদের দিন ঘোষণা করেছে। সৌদি আরবের হাজিরাও গতকাল আরাফার আমল করেছে এবং আজ ঈদ পালন করছেন।