IQNA

সিঙ্গাপুরের মসজিদে পবিত্র কুরআনের প্রাচীন বিরল পাণ্ডুলিপির ভাণ্ডর

23:52 - September 24, 2016
সংবাদ: 2601631
আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের 'বিয়ালাভী' মসজিদে হস্তলিখিত প্রাচীন বিরল কুরআন সংরক্ষিত রয়েছে।
বার্তা সংস্থা ইকনা: এসকল মূল্যবান কুরআন শরিফ কয়েক দীর্ঘ বছর ধরে সংগ্রহ করা হয়েছে। মসজিদের বর্তমান পেশ ইমামের মরহুম পিতা 'হাবিব হাসান আল-আতাস' একক প্রচেষ্টায় মূল্যবান কুরআন শরিফগুলো সংগ্রহ করেছেন।

বর্তমান পেশ ইমামের মরহুম পিতা এই মূল্যবান ও প্রাচীন কুরআন শরিফগুলো নিজের গৃহে সংরক্ষণ করেছিলেন। তিনি ১৯৮০ সালের প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছেন এসকল মূল্যবান কুরআন শরিফের পাণ্ডুলিপি সকলের প্রদর্শনের জন্য মসজিদে স্থানান্তর করবেন এবং এর মাধ্যমে ইসলাম ধর্ম ও কুরআন শরিফ সম্পর্কে জনগণের জ্ঞান বৃদ্ধি পায়।

হস্তলিখিত এসকল কুরআন শরিফ বিভিন্ন সময়ের অন্তর্গত। প্রাচীন কুরআন শরিফের মধ্যে এক খণ্ড পাণ্ডুলিপি অটোমান সাম্রাজ্যের অন্তর্গত।

দুম্বার চামড়ার ওপর লিখিত এসকল কুরআন শরিফের প্রতি পৃষ্ঠার গোল্ডেন পেইন্টিং দিয়ে সজ্জিত করা রয়েছে যা প্রায় ৬০০ বছর পূর্বে লেখা হয়েছে।

এসকল কুরআন শরিফ তুরস্ক, সৌদি আরব, ইন্দোনেশিয়া, চীন, এবং মঙ্গোলিয়া সহ অন্যান্য দেশ থেকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে।

এসকল মূল্যবান কুরআন শরিফ কাচের আলমারির মধ্যে রাখা হয়েছে এবং আবহাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য সকল প্রকার সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Iqna


ট্যাগ্সসমূহ: মসজিদ ، ইকনা ، কুরআন ، ইমাম ، ইসলাম ، ধর্ম
captcha