IQNA

পবিত্র কুরআনে আগুন দেয়ার অভিযোগে পাকিস্তানী ছাত্র গ্রেফতার

6:57 - October 16, 2016
সংবাদ: 2601771
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআনে আগুন দেয়ার অভিযোগে পাকিস্তানী পুলিশ সেদেশের এক ছাত্র এবং তার শিক্ষককে গ্রেফতার করেছে।
পবিত্র কুরআনে আগুন দেয়ার অভিযোগে পাকিস্তানী ছাত্র গ্রেফতার


বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে পাকিস্তানের "পাঞ্জাব" রাজ্যের স্থানীয় পুলিশ কর্মকর্তা মির্জা আরিফ রশীদ বলেন: পাঞ্জাবের কাসুর এলাকার একটি কুরআনের মাদ্রাসার এক শিক্ষার্থীকে তার প্রতিবেশীরা তাকে পবিত্র কুরআন আগুন দিতে দেখেছে।

এ ব্যাপারে ঐ শিক্ষার্থী বলে: তার শিক্ষক তাকে বলেছে, আগুনে পুড়িয়ে ঐশ্বরিক গ্রন্থের পুরাতন সংস্করণ নষ্ট করার পন্থাটি হচ্ছে সর্বোৎকৃষ্ট।

অথচ পাকিস্তানের আইন অনুযায়ী, যে ব্যক্তি পবিত্র কুরআনের অবমাননা করবে তাকে যাবতজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে।

অবশ্য সেদেশের পাঞ্জাব রাজ্যের "আসিয়া বিবি" নামের এক খৃষ্টান নারী ২০১০ সালে পবিত্র কুরআনের অবমাননা করে এবং তারা বিচারকার্য এখনও সম্পন্ন করা হয়নি।

iqna


captcha