এ ব্যাপারে ঐ শিক্ষার্থী বলে: তার শিক্ষক তাকে বলেছে, আগুনে পুড়িয়ে ঐশ্বরিক গ্রন্থের পুরাতন সংস্করণ নষ্ট করার পন্থাটি হচ্ছে সর্বোৎকৃষ্ট।
অথচ পাকিস্তানের আইন অনুযায়ী, যে ব্যক্তি পবিত্র কুরআনের অবমাননা করবে তাকে যাবতজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
অবশ্য সেদেশের পাঞ্জাব রাজ্যের "আসিয়া বিবি" নামের এক খৃষ্টান নারী ২০১০ সালে পবিত্র কুরআনের অবমাননা করে এবং তারা বিচারকার্য এখনও সম্পন্ন করা হয়নি।