
ইকনা’র প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ওমরাহ মৌসুমে অভূতপূর্ব সংখ্যক আন্তর্জাতিক তীর্থযাত্রী সৌদি আরবে আগমন করেছেন।
মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত কয়েক বছরে করোনাভাইরাস মহামারি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ওমরাহ যাত্রী সংখ্যা বৃদ্ধি সম্ভব হয়নি। তবে দুই বছর আগে চালু হওয়া “নুসুক” (Nusuk) নামের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন বিদেশি মুসল্লিরা সরাসরি অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সবচেয়ে বেশি ওমরাহ আবেদন এসেছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, ইরাক ও মিশর থেকে।
সৌদি কর্মকর্তারা বলছেন, স্মার্ট ও সহজ ওমরাহ ব্যবস্থাপনা দেশের “ভিশন ২০৩০”-এর লক্ষ্য—পর্যটন খাতে আয় বৃদ্ধি ও ধর্মীয় পর্যটনের সম্প্রসারণ—বাস্তবায়নে নতুন অগ্রগতি এনে দিয়েছে। 4312425#