IQNA

ভিডিওতে দেখে নিন পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী

20:08 - November 04, 2016
সংবাদ: 2601883
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনের "স্মিথসোনিয়ান" জাদুঘর কমপ্লেক্সের হল, "আর্থার এম সাকলার" মিলনায়তনে পবিত্র কুরআনের প্রাচীন ও বিরল পাণ্ডুলিপির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
ভিডিওতে দেখে নিন পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী
বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনীতে ৭ থেকে ১৭ খৃষ্টাব্দের অন্তর্গত হস্তলিখিত পবিত্র কুরআনের ৬০ খণ্ড পাণ্ডুলিপি প্রদর্শিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় অনুষ্ঠিত প্রথম প্রদর্শনী ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, সাহাবিগণ হযরত মুহাম্মাদ (সা.)এর নিকট থেকে পবিত্র কুরআনের আয়াত শুনে মুখস্থ করতেন এবং যেসকল সাহাবা লিখতে জানতেন, তারা আয়াতসমূহ লিখে সেগুলো সংরক্ষণ করতেন।

তৃতীয় খলিফার (উসমান ইবনে আফ্‌ফান) সময় মহান আল্লাহর বানী অর্থাৎ পবিত্র কুরআনের আয়াত সংগ্রহ করে একটি গ্রন্থে একত্রিত করা হয়।

iqna


captcha