IQNA

19:06 - November 07, 2016
সংবাদ: 2601904
আন্তর্জাতিক ডেস্ক: আজ (সোমবার) নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ওয়াশিংটনের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি আছে।
পার্সটুডে'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আমেরিকায় প্রেসিডেন্ট পরিবর্তনের ফলে ২০১৫ সালে তেহরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতায় ওয়াশিংটন যে প্রতিশ্রুতি দিয়েছে তা লঙ্ঘন করা হলে সেটি কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে সতর্ক করে দিয়েছে ইরান।
আজ (সোমবার) নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  বাহরাম কাসেমি বলেছেন, ওয়াশিংটনের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি আছে। আমরা বিশ্বাস করি, আমেরিকায় যে সরকারই আসুক না কেন তারা পছন্দ করুক বা না করুক সাবেক ওবামা সরকারের দেয়া সব প্রতিশ্রুতি তাদেরকে মেনে চলতে হবে।   
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের জুলাই মাসে জেসিপিওএ সই করে ইরান। সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর থেকে পরমাণু কর্মসূচিকেন্দ্রীক সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। ওই সমঝোতা চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে কার্যকর করা হয়।
তিনি বলেন, সমঝোতা চুক্তি সই হওয়ার পর থেকে এর বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের অবস্থান এই হুমকি সৃষ্টি করছে যে, ভবিষ্যত সরকার হয়ত এটি মেনে চলবে না।  
সমঝোতা অনুযায়ী ইরানের ওপর থেকে অনেকগুলো নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ইউরোপীয় ইউনিয়নের কিছু ব্যাংক মার্কিন সরকারের শাস্তির ভয়ে এখনো ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন শুরু করছে না। এ ধরণের বাধা অপসারণে ওয়াশিংটনকে অবশ্যই এগিয়ে আসতে হবে বলে আজকের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে উল্লেখ করেন বাহরাম কাসেমি।# 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: