আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনে অধিক ভোট পাওয়ার জন্য ট্রাম্পের ওয়েব সাইট ম্যানেজমেন্ট টিম, ওয়েবসাইট থেকে "আমেরিকায় মুসলমানদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা' বিবৃতিটি মুছে ফেলেছে।
বার্তা সংস্থা ইকনা: আপত্তিকর মন্তব্য সরানোর পাশাপাশি নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের প্রথম বক্তৃতা তার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার বক্তৃতায় বলেছেন: "আমরা সহযোগিতার আহ্বান জানাচ্ছি বিবাদের নয়।"
ডোনাল্ড ট্রাম্প বলেন: "আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমেরিকার স্বার্থ। আর এজন্য আমরা সকলের (দেশসমূহ) সাথে ন্যায়সঙ্গত আচরণ করব।
সকল আমেরিকানদের জন্য প্রেসিডেন্ট হওয়ার আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন: দেশ পুনর্নির্মাণের জন্য আমেরিকার সকল জাতী, ধর্ম ও সংস্কৃতির মানুষকে চেষ্টা করতে হবে ... নিজেদের পটেনশিয়াল চেনার জন্য আমেরিকার নাগরিকদের সুযোগ দেওয়া হবে।
বলাবাহুল্য, ট্রাম্প ২০১৫ সালে তার এক বক্তৃতায় আমেরিকায় মুসলমানদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছিলো।
এছাড়াও আমেরিকান মুসলমানদের বিভিন্ন কাজের ওপর নজরদারী ও সীমাবদ্ধতা বিশেষ করে সেদেশের মসজিদ সমূহে গোয়েন্দাগিরি করার আহ্বান জনিয়েছিলো।
iqna