IQNA

আরবাইনের সুরক্ষার জন্য ৩০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন

0:32 - November 12, 2016
সংবাদ: 2601931
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের 'ফুরাত' অপারেশন কমান্ডর জানিয়েছেন, আরবাইন উপলক্ষে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতকারীদের নিরাপত্তা জোরদার করা জন্য ৩০ হাজারের অধিক নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
আরবাইনের সুরক্ষার জন্য ৩০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন
বার্তা সংস্থা ইকনা: ইরাকের 'ফুরাত' অপারেশন কমান্ডর 'ক্বিস খালাফ রাহিমা' জানিয়েছেন, ৩০ হাজার নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা মোতায়েনের মাধ্যমে কারবালা প্রদেশের পশ্চিম অঞ্চলেরও যায়েরদের (জিয়ারতকারী) নিরাপত্তা প্রদান সম্ভব হয়েছে।

কারবালা প্রদেশের এক সংবাদ সম্মেলনে খালাফ রাহিমা আরবাইন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে বলেন: শুধুমাত্র কারবালা প্রদেশে যায়েরদের নিরাপত্তা প্রদানের জন্য ৩০ হাজার নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। এসকল নিরাপত্তা কর্মী ২৪ ঘণ্টা যায়েরদের নিরাপত্তা প্রদান করবেন।

কারবালার গভর্নর ধারণা করছে, চলতি বছরে আরবাইন উপলক্ষে ১ কোটি ৫০ লাখের অধিক যায়ের কারবালায় প্রবেশ করবে।

iqna


captcha