IQNA

ইস্তাম্বুলের ‘মুহসেন ইয়াযিচি’ স্টেডিয়ামে চেহলামের অনুষ্ঠান

18:24 - November 18, 2016
সংবাদ: 2601976
আন্তর্জাতিক ডেস্ক: ২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ‘মুহসেন ইয়াযিচি’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইমাম হুসাইন (আ.) এর চেহলামের শোকানুষ্ঠান।

বার্তা সংস্থা ইকনা: এ অনুষ্ঠান আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের ‘মুহসেন ইয়াযিচি উক্বলু’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমাম হুসাইন (আ.) এর চেহলামের এ অনুষ্ঠান ইস্তাম্বুলের ‘আহলে বাইত (আ.) ওলামা সোসাইটির’ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা নাগাদ আহলে বাইত (আ.) এর হাজার হাজার অনুসারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অব্যাহত থাকবে।

তেহরানের জুমআর খতিব আয়াতুল্লাহ সিদ্দিকী, আহলে বাইত (আ.) ওলামা সোসাইটির প্রধান কাদির আকারাস, তুরস্ক পার্লামেন্টের সদস্য নূরুদ্দীন আরাস্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এছাড়া এতে মার্সিয়া ও শোকগাঁথা পরিবেশন করবেন আব্দুল্লাহ দাদাশী।

ইস্তাম্বুল থেকে আবনা প্রতিবেদক আরো জানিয়েছে, চেহলামের এ শোকানুষ্ঠানটি তুরস্কের ১৪নং চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে।#3546664


captcha