IQNA

ইরানে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আরবাইনের শোকানুষ্ঠান

0:05 - November 21, 2016
সংবাদ: 2601998
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল (রোববার) শহীদদের নেতা ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হয়েছে। বিশ্বনবী (সা.)'র প্রাণপ্রিয় দৌহিত্র এবং সাইয়েদুশ শোহাদা ইমাম হোসেইনের স্মরণে ইরানে শোক প্রকাশ করেছে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান।
ইরানে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আরবাইনের শোকানুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: ইরানে বর্তমানে শীতকাল চলছে। গতকাল ইরানের বিভিন্ন শহরে হালকা ও ঘন বৃষ্টি মধ্যেও আহলে বায়েত (আ.)এর ভক্তগণ আযাদারী অব্যাহত রেখেছেন।

৬১ হিজরির ১০ই মুহররম ন্যায় প্রতিষ্ঠা ও খাঁটি মোহাম্মাদি ইসলামকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করতে গিয়ে কারবালার ময়দানে ইমাম হোসেন (আ.) শহীদ হয়েছিলেন মুসলিম বিশ্বের ওপর চেপে বসা এজিদ বাহিনীর হাতে সেদিন শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন ইমাম পরিবারের বহু সদস্যসহ ইমামের ৭২ জন সঙ্গীসাথী।

মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক সেই ঘটনার মাধ্যমে ইসলাম পুনরুজ্জীবিত হয়। প্রতি বছর সে ঘটনার ৪০তম দিন ২০শে সফর পালিত হয় আরবাঈন।

এদিকে, আজ (সোমবার) ইরাকে ইমামের শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে কারবালায় ইমাম হোসেইন (আ.)'র মাজারে সমবেত হয়েছেন দুই কোটি ঊর্ধ্বে ইমামভক্ত মুসলমান। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান ইমাম হুসাইন (আ.)এর মাযারের পাশে শোকানুষ্ঠান উদযাপন করার জন্য ইরাক গেছেন।

iqna


captcha