IQNA

রাসূলের (সা.) ভাষায় ইমাম মাহদীর (আ.) অনুসারী বৈশিষ্ট্য

1:15 - November 27, 2016
সংবাদ: 2602038
ইমাম মাহদী (আ.) তথা বর্তমান যুগের ইমাম মহান আল্লাহর পক্ষ থেকে শেষ জামানার মানুষের হেদায়েত ও দিকনির্দেশনার দায়িত্ব তার উপরই অর্পিত। তাই প্রত্যেক ধর্মপ্রাণ মু’মিন ব্যক্তির ফরজ হচ্ছে যুগের ইমামের সাথে আত্মিক সম্পর্ক বজায় রাখা এবং এক্ষেত্রে কখনও গাফেল না হওয়া।
রাসূলের (সা.) ভাষায় ইমাম মাহদীর (আ.) অনুসারী বৈশিষ্ট্য

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমাম মাহদী (আ.) শেষ জামানার আল্লাহর মনোনীত পথপ্রদর্শক ও ইমাম। তার নাম ও উপাধির সাথে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের (সা.) নাম ও উপাধির মিল রয়েছে।

রাসূল (সা.) একদা স্বীয় দৌহিত্র ও বেহেশতের যুবকদের সর্দার ইমাম হুসাইনকে (সা.) উদ্দেশ্য করে বলেন:

یا حسین انت الامام و اخ الامام و ابن الامام. تسعه من ولدک الامام امناء معصومون و التاسع مهدیهم فطوبی لمن احبهم و الویل لمن ابغضهم.

হে হুসাইন! তুমি হলে ইমাম (পথপ্রদর্শক), ইমামের সন্তান এবং ইমামের ভাই। তোমার বংশধারায় ৯ জন মাসুম ইমাম আসবে। তাদের মধ্যে সর্বশেষ হচ্ছে ইমাম মাহদী। সৌভাগ্য হল তাদের জন্য যারা ইমাম মাহদীর অনুসারী হবে এবং ইমাম মাহদীর প্রতি ভক্তিপোষণ করবে। আর দুর্ভাগ্য হচ্ছে তাদের জন্য যারা ইমাম মাহদীর প্রতি শত্রুতাপোষণ করবে।
captcha