আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী ও ইরানের শীর্ষ মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, ওহাবি-তাকফিরি সন্ত্রাসীরা সারা বিশ্বে উগ্রতা ও হিংস্রতার মাধ্যমে মুসলমানদের দুর্নাম ছড়াচ্ছে; এদের দমনে শিয়া মাযহাবের অনুসারীরাই অগ্রণী ভূমিকা রাখছে।