বার্তা সংস্থা ইকনা: ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠানরত ৩০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে ১৫ই ডিসেম্বরে সাইয়্যেদ আম্মার হাকিম বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের বিরুদ্ধে সংগ্রাম করা প্রতিটি মুসলমানের দায়িত্ব।
তিনি আরও বলেছেন, শত্রুরা পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে দুর্নাম রটাতে দায়েশ সৃষ্টি করেছে। এসব সন্ত্রাসী এখন ইসলামের নামে রক্তপাত ও ধ্বংসযজ্ঞসহ নানা অপরাধ করছে। এ কারণে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রামের গুরুত্ব অনেক গুণ বেড়েছে।
আম্মার হাকিম বলেন, ইসলামি মাজহাবগুলোর মধ্যে ঐক্য জোরদারের মাধ্যমে দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করতে হবে। একইসঙ্গে তিনি বিভিন্ন মাজহাবের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ইরাকের মসুল শহর খুব শিগগিরই মুক্ত হবে। সেখানে ইরাকিরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ সময় তিনি সন্ত্রাস দমনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সহযোগিতার প্রশংসা করেন এবং এজন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইরানে অবস্থান করছেন আম্মার হাকিম। ইসলামি বিপ্লবের মহান নেতা মরহুম হযরত ইমাম খোমেনী (র) ঘোষিত ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েকশ অতিথি, বিশেষজ্ঞ ও ধর্মীয় ব্যক্তিত্ব এতে অংশ নিচ্ছেন। সম্মেলনটি চলবে আগামীকাল (শনিবার) পর্যন্ত।