IQNA

গাম্বিয়ার ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে অনলাইন কুরআন হেফজ কোর্স

2:23 - December 18, 2016
2
সংবাদ: 2602179
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের হাফেজের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে আফ্রিকান দেশ গাম্বিয়ার ইসলামী ভার্চুয়াল ইউনিভার্সিটির অন্তর্গত কুরআন হেফজ কেন্দ্র বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ঐশী গ্রন্থ পবিত্র কুরআন মুখস্থ করানোর উদ্দেশ্যে গাম্বিয়ার ইসলামী ভার্চুয়াল ইউনিভার্সিটির অনলাইন কুরআন হেফজ কোর্স চালু করেছে।

উক্ত ইসলামী ইউনিভার্সিটির উদ্যোগে ২০১০ সালে অনলাইন কুরআন হেফজ কোর্স চালু হয়েছে। ইসলামী ভার্চুয়াল ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইনের মধ্যমে অনুষ্ঠিত বিশেষ কোর্সে গ্রুপ অথবা এককভাবে কুরআন হেফজ করানো হচ্ছে। এছাড়াও কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ এবং রুখানি প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণের শেষে উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেটও প্রদান করছে উক্ত ইউনিভার্সিটি।

এই সেন্টারটি বিশ্বের সকল শ্রেণী এবং সকল বয়সের মুসলমান জন্য দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে অনলাইনে কুরআন হেফজ এবং রুখানি প্রশিক্ষণ দিয়ে আসছে।

ইসলামী ভার্চুয়াল ইউনিভার্সিটিটি সকল শিক্ষার্থীদের তিন শ্রেণীতে অন্তর্ভুক্ত করে অর্থাৎ প্রারম্ভিক, মিডিয়াম এবং অ্যাডভান্সড। এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের পৃথক ভাবে কুরআন হেফজ এবং রুখানির প্রশিক্ষণের পন্থা অবলম্বর করে।

একক প্রশিক্ষণ কোর্সে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা একজন প্রাইভেট শিক্ষকের ক্লাসে অংশগ্রহণ করে থাকে।

রুখানি প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র তাদের জন্য যারা আরবি ভাষার সাথে পরিচিত নন অথবা কম পরিচিত।

আগ্রহী ব্যক্তিমণ্ডলি অধিক তথ্য জানার জন্য «info@iou.edu.gm » যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, গাম্বিয়ার মোট জনসংখ্যা এক কোটি ৮০ লাখ এবং এরমধ্যে প্রায় ৯৫ শতাংশ জনগণ মুসলমান। আফ্রিকার মধ্যে মরিতানিয়ার পর এই দেশটি দ্বিতীয় বৃহত্তম ইসলামী দেশ হিসেবে প্রসিদ্ধ।

iqna


প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
মো:সিরাজুল ইসলাম
0
0
আমি কুরআন মুখস্ত করতে চাই
Raj
0
0
i want to learn quran at online 11
captcha