দৈনিক আল-বায়ানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত ‘খালফান’ হেফজ খানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান দুবাইয়ের ইসলামি ও দাতব্য বিষয়ক অধিদপ্তরের ফতওয়া বিভাগের প্রধান আহমাদ বিন আব্দুল আযিয আল-হাদ্দাদসহ স্থানীয় কর্মকর্তাগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
খালফান হেফজ খানা ১৯৯৯ সালে দুবাই শহরে প্রতিষ্ঠিত হয়। এতে ২৫০ জন মেয়ে ও ছেলে কুরআন শিক্ষার্থী বর্তমানে শিক্ষা অর্জন করছে।
উলুমুল কুরআন বিষয়ক বিভিন্ন কোর্সের আয়োজন এর কর্মসূচীগুলোর অন্যতম। এ নাগাদ ৮০ জন শিক্ষার্থী এ কেন্দ্র থেকে পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।
এছাড়া এরই এক ছাত্র দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।#3554788