IQNA

বৌদ্ধ সেনাদের গুলিতে মায়ানমারে ২ মুসলিম নিহত

17:35 - December 22, 2016
সংবাদ: 2602208
আন্তর্জাতিক ডেস্ক: গত সোমবার মায়ানমারের সৈন্যরা দুই মুসলিমকে গুলি করে হত্যা করেছে। মংডু শহরে সেনাবাহিনী কর্তৃক আটককৃত নারী ও পুরুষদেরকে পৃথক করার প্রতিবাদ জানালে তাদেরকে হত্যা করা হয়।

বার্তা সংস্থা আরাকানে’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: রাখাইন প্রদেশের মংডু শহরে –যার একটি অংশে সংখ্যালঘু মুসলমানদের বাস- চরম বিপর্যয়ের মাঝে দিনাতিপাত করছে। এ শহরের মুসলমানরা প্রতিদিনই হত্যাসহ বিভিন্ন নির্যাতনের মুখোমুখি। সরকারি সেনা এবং বৌদ্ধ ধর্মাবলম্বি আধাসামরিক বাহিনী’র সদস্যরা এ নির্যাতন অব্যাহত রেখেছে। তারা মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে মুসলমানদেরকে ঘরছাড়া করছে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৯ ডিসেম্বর) মায়ানমারের বৌদ্ধপন্থী সৈন্যরা দুই রোহিঙ্গা মুসলমানকে গুলি করে হত্যা করেছে। মংডু শহরে সেনা বাহিনী কর্তৃক আটককৃত নারী ও পুরুষদেরকে পৃথক করার প্রতিবাদ জানালে তাদেরকে হত্যা করা হয়।#3555639


captcha