রয়টার্সের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ঐ প্রদেশের এক কর্মকর্তা ফাইজ মুহাম্মাদ আমিরী জানিয়েছেন: এ হামলায় অপর ৩ জন আহত হয়েছে।
তার ভাষ্যমতে, সশস্ত্র সন্ত্রাসীরা ঐ শিয়াদেরকে গাড়ী থেকে নামিয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
আমিরী এ হামলার জন্য তালেবানকে দায়ী করলেও তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শুক্রবারের এ হামলার সাথে তালেবানের সম্পৃক্ততার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন: স্থানীয় কোন সশস্ত্র গ্রুপ এ হামলা চালাতে পারে।
হাজার গোত্রের লোকদের অধিকাংশই আফগানিস্তান বসবাসে করে। এদের বেশিরভাগই শিয়া মাযহাবের অনুসারী এবং ফার্সি দোরি ভাষায় কথা বলে এ সম্প্রদায়ের লোকেরা।
প্রসঙ্গত, সম্প্রতি বছরগুলোতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী হাজারা সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন সন্ত্রাসী হামলাসহ অপহরণের শিকার হচ্ছে। আর এ সকল হামলার নেপথ্যে রয়েছে তালেবানসহ তাকফিরি বিভিন্ন গ্রুপ।#3560274