IQNA

আমেরিকায় "কুরআনের মাধ্যমে হেদায়েত এবং প্রত্যাশা" শীর্ষ সম্মেলন

18:13 - January 08, 2017
সংবাদ: 2602323
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ইলিনয় রাজ্যের মুসলমানদের (ISNA) পক্ষ থেকে "কুরআনের মাধ্যমে হেদায়েত এবং প্রত্যাশা" শিরোনামে ৫৪তম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমেরিকায়
বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সম্মেলন ইলিনয় রাজ্যের 'রাযমুন্ট' শহরের "ডোনাল্ড স্টিফেন্স" কনভেনশন সেন্টারে  ২৯শে জুন থেকে ২য় জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আমেরিকা মুসলমানদের চ্যালেঞ্জসমূহ বৃদ্ধি হওয়ার কারণে বর্তমানে অন্য সকল কিছুর তুলনায় পবিত্র কুরআনের মাধ্যমে আশা এবং হিদায়েতের উৎস গ্রহণ করা উত্তম। এজন্য চলতি বছরে "কুরআনের মাধ্যমে হেদায়েত এবং প্রত্যাশা" শিরোনামে ৫৪তম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে শিরোনামের আলোকে লিখিত প্রবন্ধসমূহ সেমিনারে বিশ্লেষণ করা হবে। আগ্রহী ব্যক্তি মণ্ডলী ১৭ই ফেব্রুয়ারির মধ্যে নিজেদের লিখিত প্রবন্ধ পাঠাতে পারেন।
বিশ্লেষকদের পর্যবেক্ষণের মধ্যমে শীর্ষ স্থানে উত্তীর্ণ প্রবন্ধ লেখকদের মাঝে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ৫ হাজার ডলার অনুদান করা হবে।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী অধিক তথ্য সংগ্রহের জন্য programs@isna.net ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
iqna


captcha