IQNA

ইহুদিবাদীদের প্রতি মুসলিম সংহতির কোনো সুযোগ নেই: ইরান

21:08 - January 08, 2017
সংবাদ: 2602325
আন্তর্জাতিক ডেস্ক: বোরুজেরদি জোর দিয়ে বলেন, অধিকৃত ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্য সরে যেতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে।
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের প্রতি মুসলমানদের সংহতি দেখানোর কোনো সুযোগ নেই।
লেবাননে বসবাসরত ফিলিস্তিনের কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন। বোরুজেরদি জোর দিয়ে বলেন, অধিকৃত ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্য সরে যেতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে। লেবানন সফরে বোরুজেরদির সঙ্গে ইরানের একদল সংসদ সদস্য রয়েছেন।  
শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ ফাতাহি উপস্থিত ছিলেন।
সম্প্রসারণবাদী নীতির আওতায় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করছে এবং অধিকৃত ভূখণ্ডে যে ভয়াবহ অমানবিক পরিস্থিতি তৈরি করেছে তা নিয়ে ইরান ও ফিলিস্তিনের প্রতিনিধিরা মতবিনিময় করেন।
গত ২৩ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করেছে যাতে অবৈধ ইহুদি বসতি নির্মাণের নিন্দা এবং ইসরাইলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব পাস হওয়ার পর ফিলিস্তিনের আরো ভূখণ্ড দখলের জন্য পরিকল্পনা নিয়েছে ইসরাইল।#

captcha