দৈনিক আল-খালিজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কুয়েতের আমিরের নির্দেশ ও মহানবি (স.) এর সুন্নতের উপর আমল করার লক্ষ্যে কুয়েতের বিভিন্ন মসজিদে বৃষ্টির নামায অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ৫৬টি মসজিদে এ নামায অনুষ্ঠিত হয়। কুয়েতের রাজধানী আল-সালামিয়াহ’র ৭টি, হাওলি প্রদেশের ৯টি, ফারওয়ানিয়া’র ৮টি, মুবারাক আল-কাবির প্রদেশের ৫টি, আল-আহমাদি প্রদেশের ১৩টি এবং আল-জাহরা প্রদেশের ১৫টি মসজিদে এ নামায অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দাউদ আল-আসউসি বলেছেন, মহানবি (স.) এর সুন্নতের উপর আমলের উদ্দেশ্যে খরার সময় এ নামায আদায় করা হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হয়েছে এ নামায। ইউএই’র প্রায় ৩০০ মসজিদে এ নামায অনুষ্ঠিত হয়েছে।#3561714