IQNA

ইরানী শিশুকে গ্রেফতার করল আমেরিকান পুলিশ + ভিডিও

18:15 - February 02, 2017
সংবাদ: 2602468
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার পুলিশ বাহিনী তাদের বর্ণবাদী কার্যক্রম অব্যাহত রেখে "ভার্জিনিয়া" প্রদেশেরে একটি বিমানবন্দর থেকে এক ইরানী শিশুকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: ঐ শিশুটির হাত ছোট হওয়ার কারণে পুলিশ তার বাহুতে ধাতুর হাতকড়া পড়িয়ে কয়েক ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখেছিল।

এই ঘটনাটি আমেরিকার বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়েছে। মঙ্গলবার (৩১শে জানুয়ারি) আমেরিকার পূর্বাঞ্চলীয় ভার্জিনিয়া প্রদেশের ডালিস আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ৫ বছরের শিশুকে বেশ কয়েক ঘণ্টা গ্রেফতার করে রেখেছিল দেশটির পুলিশ।

শিশুটির মা ইরানের বংশোদ্ভূত এবং আমেরিকার মেরিল্যান্ড রাজ্যে জন্মগ্রহণ করেছেন। এই সূত্রে ইরানী ঐ শিশুটি আমেরিকারও নাগরিক।

কয়েক ঘণ্টা গ্রেফতার থাকার পর পুলিশ শিশুটিকে মুক্ত করে দেয়। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে পুলিশ কিছু বলেনি।

হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার এক সংবাদ সম্মেলনে পুলিশের এধরণের কর্মের ন্যায্যতা দাবি করে বলেছে, যেকোনো বয়সের মুসলমানই মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি। এজন্য তাদের জাতী ও বয়সের বিষয়টি বিবেচনা করলে চলবে না।


শিশুটির বাহুতে ধাতুর হাতকড়া বেধে বসিয়ে রাখা হয়েছে

স্পাইসার দাবি করেছে, ট্রাম্প শুধুমাত্র আমেরিকায় মুসলমানদের এন্ট্রি ভিসা নিষেধাজ্ঞার ওপর সিদ্ধান্ত গ্রহণ করেনি; বরং দেশের কড়া নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এক নির্বাহী আদেশে সাতটি মুসলিম দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হল- ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান।

iqna



ইরানী শিশুকে গ্রেফতার করল আমেরিকান পুলিশ


captcha