IQNA

হঠাৎ করেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে

18:49 - February 05, 2017
সংবাদ: 2602479
ইমাম মাহদী(আ.) বলেছেন, তোমরা ঐ সকল কাজ কাজ করার চেষ্টা করবে যা আমাদেরকে আনন্দিত করে, আর যা আমরা অপছন্দ করি তোমরা তা থেকে দূরে থাকবে।
হঠাৎ করেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলাম এবং মুসলমানদের গৌরব এবং মর্যাদা একমাত্র ইমাম মাহদীর(আ.) সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। আর ইমাম মাহদীর সন্তুষ্টি সুবিধা বঞ্চিত ও দরিদ্র ব্যক্তিদের চাহিদা মেটানো, অসহায়দের সাহায্য, সমস্যা ও উদ্বেগের সমাধান করা, ইসলামের বিধান অনুশীলন করা এবং আহলে বাইতের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মধ্যে নিহিত রয়েছে।

ইমাম মাহদী(আ.) তখনই সন্তুষ্ট হবেন যখন আমরা সৎকর্ম করব, পরের উপকার করব মানুষের সমস্যার সমাধান করব। পাশাপাশি গোনাহ পরিত্যাগ করে আল্লাহর ইবাদত ও উপাসনা করব। মহানবী ও তার পরিবারের উপর দরুদ পাঠ করা হচ্ছে মুসলমানদের জন্য একটি বড় ইবাদত।

ইমাম মাহদীর (আ.) গাইবাতের যুগে তার অনুসারীরা যথাযথ আমল, ইবাদত-বন্দেগী ও ন্যায়ের পথে অটল থাকার মাধ্যমে এবং আত্মশুদ্ধির পথে ইমামের (আ.) সন্তুষ্টি ও নেক দৃষ্টি হাসিল করতে পারে।

ঈমান ও আমল এ দু'টি মানুষের খোদামুখী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ দু'টি স্তম্ভকে শক্তিশালী করা প্রত্যেকের উপর আবশ্যকীয় দায়িত্ব।

ইমাম মাহদী(আ.) শেখ মুফিদকে বলেন: যে সকল কাজে আমরা সন্তুষ্ট হই তাই করবে আর যে সকল কাজ ও গোনাহ করলে আমরা অসন্তুষ্ট হই তা থেকে দূরে থাকবে। মহান আল্লাহর ইচ্ছায় হঠাৎ করেই আমার আবির্ভাব ঘটবে এবং তখন আর তওবা করার সময় থাকবে না। আমাদের নির্দেশ পালন না করার কারণে তাদেরকে তওবা ছাড়াই মরত হবে এবং শেষ সময়ের অনুতাপ ও অনুশোচনা আর কোন কাজে আসবে না। (আল ইহতিজাজ ২য় খণ্ড, পৃ: ৫৯৭)
captcha