বার্তা সংস্থা ইকনা: মুসলমানদের সমর্থনের জন্য বোস্টনের ইসলামিক-সাংস্কৃতিক অমুসলিমরা এই বিক্ষোভ-সমাবেশ করেছে।
কানাডার কাবুক মসজিদে গুলি বর্ষণ, টেক্সাসের মসজিদে ইসলাম বিদ্বেষীদের আগুন দেয়া এবং আমেরিকায় মুসলমানদের প্রবেশাধিকার নিয়ে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাহী আদেশর নিন্দা এবং মুসলমানদের সমর্থন ১০ ফেব্রুয়ারি এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ-সমাবেশের আয়োজক কমিটির প্রধান 'মাইকেল লুইনিয়াটাল' বলেন, সম্প্রতি ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি মুসলমানদের সমর্থনে বোস্টন ইসলামিক সেন্টারকে ঘিরে আমরা শান্তিপূর্ণ মানব বন্ধন করব।
উপস্থিত বিক্ষোভকারী বোস্টন ইসলামী কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেরা সক্রিয় থাকবে বলে অঙ্গীকার করেছেন।
ইসলামিক কেন্দ্রে নামাজ পড়তে আসা মুসল্লিগণ বিক্ষোভকারীদের স্বাগত জানিয়ে তাদেরকে খোরমা দিয়ে আপ্যায়ন করেছে।
গত সপ্তাহে ট্রাম্পের অভিবাসী বিরোধী নির্বাহী আদেশের প্রতিবাদ এবং মুসলমানদের সমর্থনের জন্য বোস্টনের একটি গির্জায় আযান প্রচার করা হয়।