IQNA

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের সফলতার রহস্য হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা

18:26 - February 20, 2017
সংবাদ: 2602576
ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদেরকে জানতে হবে যে, যে সকল কথার কোন পার্থিব ও পারলৌকিক কল্যাণ নেই সে সকল কথা পরিহার করতে হবে। যে সকল কথার মধ্যে প্রজ্ঞা ও কল্যাণ রয়েছে কেবল সেই কথা বলতে হবে অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের সফলতার রহস্য হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) আমাদেরকে অতি মূল্যবান দোয়া শিক্ষা দিয়েছেন: তিনি বলছেন: «اللَّهُمَّ ارْزُقْنَا تَوْفِيقَ الطَّاعَةِ وَ بُعْدَ الْمَعْصِيَةِ ...» হে আল্লাহ! আমাকে ইবাদত করার এবং গোনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

এই দোয়া থেকে বোঝা যায় যে, ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে তার প্রকৃত অনুসারীদের মূল কর্তব্য কি।

ইমাম মাহদী(আ.) এই দোয়ার আরেক অংশে বলছেন: «و أكرِمنا بِالهُدی وَ إستِقامَة؛ হে আল্লাহ! আমাকে ইসলামের সঠিক পথে হেদায়েত এবং দৃঢ়তার মাধ্যমে সম্মানিত করুন।

আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি এই সম্পর্কে বলেন: যারা যুগের শ্রেষ্ঠ মানুষের বা মহাকালের ত্রাণকর্তার অপেক্ষায় আছে তাদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সকল ভাল গুণে গুণান্বিত করা এবং সকল ত্রুটি ও অন্যায় থেকে দূরে রাখা।

আল্লাহ বলেন: «وَ لَقَدْ كَرَّمْنا بَني آدَمَ؛ যারা আমাদের ভাল ও অনুগত বান্দা তাদেরকে আমি সম্মানিত করেছি। আর পবিত্র কুরআনে আল্লাহ আরও বলেছেন: তারাই আল্লাহর নিকট বেশী সম্মানিত যারা বেশী তাকওয়া সম্পন্ন।

শাবিস্তান

captcha