বার্তা সংস্থা ইকনা: মস্কোয় ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে প্রকাশিত সপ্ততিতম সাপ্তাহিক 'রাশিয়ার বর্তমান সোসাইটি এবং কালচার' ম্যাগাজিনে লিখেছে, রাশিয়ায় ইসলাম বিদ্বেষী স্পিকার হিসেবে প্রসিদ্ধ 'আখা মস্কো' রেডিও সম্প্রতি শিক্ষার্থীদের স্কার্ফ ব্যাবহারের ব্যাপারে তিনটি জরিপ সম্পন্ন করেছে।
এই জরিপে চেচনিয়ার প্রেসিডেন্ট 'রামাযান কাদিরোভে'র হিজাবের সমর্থন এবং রাশিয়ার বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রী 'ওলগা ওয়াসিলিভা'র হিজাব বিরোধী মতামতের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে অধিকাংশ শিক্ষার্থীরা কাদিরোভের পক্ষে রায় দিয়েছে।
এই জরিপে মোট ১০৭৬৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৮২ শতাংশ (৮৮০৬২ জন) হিজাবের সমর্থক রামাযান কাদিরোভের পক্ষে রায় দিয়েছে এবং শুধুমাত্র ১৬ শতাংশ (১৭৫৫২ জন) হিজাব বিরোধী ওলগা ওয়াসিলিভাকে রায় দিয়েছে এবং ২ শতাংশ শিক্ষার্থী রায় প্রকাশে দ্বিধাগ্রস্ত বোধ করেছে।
"একটি হিজাবী মেয়ে দেখে তোমার মধ্যে কদর্য অনুভব হয়?" এই প্রশ্নের উত্তর ১৪১৬৩ জনের মধ্যে ৭৫ শতাংশ (১০৫৯০) শিক্ষার্থী "না" বলেছে এবং এক চতুর্থাংশ তথা ২৪ শতাংশ শিক্ষার্থী "হ্যাঁ" বলেছে এবং ১ শতাংশ শিক্ষার্থী কোন মন্তব্য প্রকাশ করেনি।
অপর এক জরিপ পাঠকদের নিকট হতে গ্রহণ করা হয়েছে। এই জরিপে পাঠকদের নিকটে প্রশ্ন করা হয়েছে, স্কুলে ধর্মীয় ধারণা এবং প্রতীক নিষেধ করা হোক, এটা কি বৈধ বলে মনে করেন?
এই জরিপে ৮১০৩ জন অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ৮০ শতাংশ (৬৫১৩ জন) অংশগ্রহণকারী "না" বলেছে এবং ১৯ শতাংশ অংশগ্রহণকারী "হ্যাঁ" বলেছে। ১ শতাংশ অংশগ্রহণকারী কোন মন্তব্য করেনি।
বলাবাহুল্য, চেচনিয়ার প্রেসিডেন্ট 'রামাযান কাদিরোভ হিজাব নিষেধাজ্ঞার প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছেন: হিজাব নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার সমাজকে ধ্বংস করে দেয়া হবে।
iqna