IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারে হস্তলিখিত বিরল পাণ্ডুলিপির প্রদর্শনী

22:56 - March 09, 2017
সংবাদ: 2602683
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত হস্তলিখিত পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে হস্তলিখিত বিরল পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই সকল রৈখিক প্রাচীন ও বিরল পুনরুদ্ধার করার পর প্রথমবারের মতো ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে প্রদর্শন করা হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ জানিয়েছে, এসকল পাণ্ডুলিপি দর্শন করার জন্য "মার্কো ডাবিলা'র নেতৃত্বে ইতালীয় (প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ ও উদ্ধারের ক্ষেত্রে) বিশেষজ্ঞদের একটি টিম ইরাকে এসেছেন।
মাযারে প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ করার পদ্ধতি দেখে এই টিমের সদস্যগণ বিস্ময় হয়েছে এবং প্রাচীন পাণ্ডুলিপির সংরক্ষণ দেখে ইরাকী বিশেষজ্ঞদের প্রশংসা করেছে।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত হস্তলিখিত পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্রের প্রধান মানাফ আল-তামিমি বলেছেন: শত শত বছরের প্রাচীন রৈখিক পাণ্ডুলিপিগুলো উদ্ধার করার পর সংস্কার করে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়।
iqna



captcha