IQNA

প্রথমবারের মতো ম্যারাথনে হিজাবী নারীর অংশগ্রহণ

23:51 - March 13, 2017
সংবাদ: 2602707
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম হিজাবী ক্রীড়াবিদ 'রাহাফ খতিব' এপ্রিল মাসে আমেরিকার বোস্টনের দুটি ম্যারাথনে অংশগ্রহণ করবে।
প্রথমবারের মতো ম্যারাথনে হিজাবী নারীর অংশগ্রহণ
বার্তা সংস্থা ইকনা: ৩৩ বছরের এই মুসলিম ক্রীড়াবিদ একটি বিশেষ নারী দলের সদস্য হিসেবে বোস্টন ম্যারাথনে অংশগ্রহণ করবে।
বোস্টন ম্যারাথনে এর পূর্বে ৪৯ বছর অনুষ্ঠিত হয়েছে এবং ৫০ বছর পূর্তিতে প্রথম বারের মত এক হিজাবী নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

NBC  নিউজের সাথে এক সাক্ষাতকারে রাহাফ খতিব বলেন: নারী রানার্স দলের সদস্য হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং আমি মনেকরি এটা অনেক দীর্ঘ পথ যার সাথে নারীরাও যুক্ত হয়েছে।
তিনি বলেন: "কিন্তু মানুষের ধারণা ভুল তা আমি প্রমাণ করতে চাই এবং দেখাতে চাই যে, মুসলিম হিজাবী নারীরাও ম্যারাথনে অংশগ্রহণ করতে পারে।"
রাহাফ বলেন: "আমি (মুসলিম নারীদের সম্পর্কে অমুসলিমদের) ভ্রান্তি ধারণাগুলো দুর করবো।"
বলাবাহুল্য, ৩৩ বছর বয়সী রাহাফ সিরিয়ার বংশোদ্ভূত এবং ৮০ দশকে আমেরিকায় এসেছে। তিনি তিন সন্তানের জননী
iqna




captcha