IQNA

সবাইকে শুভেচ্ছা জানিয়ে নয়া ফার্সি বছরের নাম ঘোষণা করলেন সর্বোচ্চ নেতা

18:10 - March 20, 2017
সংবাদ: 2602746
আন্তজাতিক ডেস্ক: ফার্সি নববর্ষ 'নওরোজ' উপলক্ষে ইরানিদের পাশাপাশি বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। নতুন বছর সবার জন্য সমৃদ্ধি, নিরাপত্তা ও কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফার্সি নববর্ষ উপলক্ষে এক বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে নয়া ফার্সি বছরের নাম ঘোষণা করলেন সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: ইরানের সর্বোচ্চ নেতা নয়া ফার্সি বছর ১৩৯৬-কে "প্রতিরোধমূলক অর্থনীতি: উৎপাদন ও কর্মসংস্থান"-এর বছর হিসেবে নামকরণ করেছেন। বিগত ফার্সি বছরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ফার্সি ১৩৯৫ সাল ভালো-মন্দ মিলিয়েই কেটেছে। তবে গত ফার্সি বছরটি যেসব কারণে ইরানি জাতির জন্য আনন্দের ছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গোটা বছরজুড়েই ইরানিরা সম্মানিত হয়েছে। শত্রুরা ইরানি জাতির শক্তি ও মহত্ত্বের বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন,  প্রতিবেশী দেশগুলোসহ এ অঞ্চলে অনিরাপত্তা বিরাজ করলেও ইরানে নিরাপত্তা বজায় রয়েছে। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিগত বছরজুড়ে ইরানি জাতি স্থিতিশীল নিরাপত্তার অধিকারী ছিল। এ সময় তিনি জ্ঞান-বিজ্ঞান, ধর্ম-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে ইরানি তরুণদের বিভিন্ন সাফল্যের প্রশংসা করেন।

তবে গত ফার্সি বছরে দেশের দরিদ্র মানুষেরা অর্থনীতিসহ নানা সমস্যা মোকাবেলা করেছে বলেও তিনি উল্লেখ করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, "আমি মানুষের অবস্থা সম্পর্কে অবহিত। জিনিসপত্রে মূল্য বৃদ্ধি, বেকারত্ব, বৈষম্য, অসমতা ও নানা সামাজিক সমস্যার কারণে তারা যে কষ্ট পাচ্ছে তা আমি উপলব্ধি করি।"

এসব সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, " এসব বিষয়ে আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে এবং আমাদের সবাইকেই মহান আল্লাহ ও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।" পার্সটুডে
iqna

captcha