বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী(আ.) দোয়া তৌফিকের একাংশে বলেন, «وَ تَفَضَّلْ عَلَى عُلَمَائِنَا بِالزُّهْدِ وَ النَّصِيحَةِ؛ হে আল্লাহ! আমাদের আলেমদেরকে যোহদ বা সংযমী এবং কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন।
ইমাম মাহদী(আ.) এই দোয়াতে আলেমদের কর্তব্য সম্পর্কে দোয়া করেছেন, তিনি বলেছেন, হে আল্লাহ আলেমদেরকে সংযমী এবং মানুষের জন্য কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন।
এখান থেকে বোঝা যায় যে, আলেমদের প্রধান কাজ হচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করা এবং সবার জন্য সুখ শান্তি বাস্তবায়ন করার চেষ্টা করা।
ইমাম মাহদী(আ.) কেন আলেম ও জ্ঞানীদের জন্য এই দোয়া করেছেন। এর উত্তর হচ্ছে সমাজের সবাই আলেম ও জ্ঞানীদেরকে তাদের আদর্শ হিসাবে জানে ও মান্য করে। তাই আলেমরা যদি সংযমী এবং কল্যাণকামী হয় তাহলে সবাই ভাল হয়ে যাবে।
এরপর ইমাম মাহদী(আ.) শিক্ষার্থীদের জন্য দোয়া করেছেন: «وَ عَلَى الْمُتَعَلِّمِينَ بِالْجُهْدِ وَ الرَّغْبَةِ؛ হে আল্লাহ! আমাদের শিক্ষার্থীদেরকে চেষ্টা ও আগ্রহ দান করুন।
কেননা শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, চেষ্টা ও আগ্রহ না থাকলে তারা কখনোই সফল হবে না। আর এজন্যই বলা হয়েছে, জ্ঞান ও সফলতার অন্তরায় হচ্ছে অলসতা। সূত্র: shabestan