IQNA

আগামী ২০ বছরে খ্রিস্টানের তুলনায় মুসলিম শিশুর সংখ্যা অধিক হবে

3:16 - April 07, 2017
সংবাদ: 2602870
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মার্কিন গবেষণা কেন্দ্র "পিউ"-এর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গিয়েছে, আগামী ২০ বছরে খ্রিস্টানদের তুলনায় মুসলিম শিশুর সংখ্যা অধিক হবে।
আগামী ২০ বছরে খ্রিস্টানদের তুলনায় মুসলিম শিশুর সংখ্যা অধিক হবে

বার্তা সংস্থা ইকনা: ৫ এপ্রিলে প্রকাশিত এই প্রতিবেদনে পিউ উল্লেখ করেছে, ২০৭০ সালে মুসলমানদের সংখ্যা সর্বাধিক হবে।
এই কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে যে সকল শিশু জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে ৩১ শতাংশ শিশু মুসলমান। এর বিপরীতে খ্রিস্টান শিশু জন্মের সংখ্যা হ্রাস পেয়েছে।
২০১৫ সালে এই মার্কিন সংস্থার প্রজেকশন ছিল, আগামী এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা ধর্মীয় দল হবে মুসলিমরা। বুধবার পিউ-এর তরফে বলা হয়, এই দাবি যে সঠিক হতে চলেছে তার ইঙ্গিত ইতোমধ্যেই মিলেছে।
পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী, ২০৫৫ থেকে ২০৬০ সালে মধ্যে খ্রিস্টান এবং মুসলিম শিশুর সংখ্যার পার্থক্য প্রায় ৬০ লাখে দাঁড়াবে। তখন খৃস্টান শিশুর সংখ্যা ২২৬ মিলিয়ন এবং মুসলিম শিশুর সংখ্যা ২৩২ মিলিয়ন হবে বলে ধারণা করছে এবং গবেষণা কেন্দ্রটি।
iqna



captcha