IQNA

মরক্কোয় ২৫ হাজার ডলারে কুরআন শরিফের প্রাচীন একখণ্ড পাণ্ডুলিপি বিক্রয় + ছবি

23:51 - April 12, 2017
সংবাদ: 2602901
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোয় প্রথমবারের মতো প্রাচীন ও হস্তলিখিত কুরআন শরিফের পাণ্ডুলিপি নিলামে উঠেছে। এই নিলামে একখণ্ড প্রাচীন কুরআন শরিফের পাণ্ডুলিপি ২৫ হাজার ডলারে বিক্রয় হয়েছে।
মরক্কোয় ২৫ হাজার ডলারে কুরআন শরিফের প্রাচীন একখণ্ড পাণ্ডুলিপি বিক্রয় + ছবি
বার্তা সংস্থা ইকনা: মরক্কোর হস্তশিল্প কোম্পানী প্রথমবারের মতো শুধুমাত্র সেদেশের অভ্যন্তরে এই নিলামের ব্যবস্থা করেছে।
এই নিলাম অনুষ্ঠানে কুরআন শরিফের ২০৭টি প্রাচীন পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে। এই নিলাম অনুষ্ঠানে প্রাচীন পাণ্ডুলিপিটি ১৬ শতাব্দীর অন্তর্গত এবং এই পাণ্ডুলিপিটি ২৫ হাজার মার্কিন ডলারে বিক্রয় হয়েছে।
মরক্কোর আন্দালুশিয় বর্ণমালায় লেখা এই কুরআন শরিফের মোট ৩১৩টি পৃষ্ঠা রয়েছে এবং প্রত্যেক পাতায় ৩২ লাইন রয়েছে।
প্রতিটি পৃষ্ঠার আকার ২২*২৬ সেমি এবং কালো কালি দিয়ে পবিত্র কুরআনের আয়াত লেখা হয়েছে।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি মরক্কোর একটি পরিবারের নিয়ন্ত্রণে ছিল। এই পরিবারটি সেদেশের রাজধানী কাসাব্লাংকা জীবন যাপন করেন। এই প্রাচীন ও মূল্যবান কুরআন শরিফটি উত্তরাধিকারসূত্রে ঐ পরিবারের নিকটে হস্তান্তর হয়েছে।
iqna

মরক্কোয় ২৫ হাজার ডলারে কুরআন শরিফের প্রাচীন একখণ্ড পাণ্ডুলিপি বিক্রয় মরক্কোয় ২৫ হাজার ডলারে কুরআন শরিফের প্রাচীন একখণ্ড পাণ্ডুলিপি বিক্রয় মরক্কোয় ২৫ হাজার ডলারে কুরআন শরিফের প্রাচীন একখণ্ড পাণ্ডুলিপি বিক্রয় মরক্কোয় ২৫ হাজার ডলারে কুরআন শরিফের প্রাচীন একখণ্ড পাণ্ডুলিপি বিক্রয়


captcha