IQNA

কারিম মানসুরির সুললিত কণ্ঠে বানি সূরা বানী ইসরাইল

1:45 - April 13, 2017
সংবাদ: 2602904
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে ইরানের প্রসিদ্ধ ক্বারি কারিম মানসুরির সুললিত কণ্ঠে সূরা বানী ইসরাইলের তিলাওয়াত প্রকাশ পেয়েছ।
কারিম মানসুরির সুললিত কণ্ঠে বানি সূরা বানী ইসরাইল

বার্তা সংস্থা ইকনা: এই অডিও ফাইল ক্বারি কারিম মানসুরি সূরা বানী ইসরাইলের ৭৮ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

বিশ্ব বিখ্যাত এই কারির তিলাওয়াতের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন কর হল:

أَقِمِ الصَّلَوةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلىَ‏ غَسَقِ الَّيْلِ وَ قُرْءَانَ الْفَجْرِ إِنَّ قُرْءَانَ الْفَجْرِ كاَنَ مشهودًا

সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামায প্রতিষ্ঠা করবে এবং (বিশেষভাবে যতœবান হও) ফজরের পঠনে (নামাযের বিষয়ে); কেননা, ফজরের পঠন (নামায) (ফেরেশতাদের) প্রত্যক্ষের বিষয়।

وَ مِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسىَ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا محمُودًا

এবং রাতের একাংশে তাহাজ্জুদ-নামায আদায় কর, এটা (এ সুন্নাত) তোমার জন্য অতিরিক্ত (ইবাদাতস্বরূপ); অনতিবিলম্বে তোমার প্রতিপালক (এরূপে) তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন।

وَ قُل رَّبّ‏ِ أَدْخِلْنىِ مُدْخَلَ صِدْقٍ وَ أَخْرِجْنىِ مخرَجَ صِدْقٍ وَ اجْعَل لىّ‏ِ مِن لَّدُنكَ سُلْطَنًا نَّصِيرًا

এবং বল, ‘হে আমার প্রতিপালক! আমাকে (প্রত্যেক বিষয়ে) সত্য ও কল্যাণের সাথে প্রবেশ করাও এবং (সেখান থেকে) সত্য ও কল্যাণের সাথে বহির্গত কর, আর আমার জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা (আধিপত্য ও প্রমাণ) দান কর।

وَ قُلْ جَاءَ الْحَقُّ وَ زَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كاَنَ زَهُوقًا

এবং বল, ‘সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয় মিথ্যা বিনাশশীল।

iqna



captcha