IQNA

পাকিস্তানে ‘ইসলামের বাণী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

21:33 - April 15, 2017
সংবাদ: 2602907
আন্তর্জাতিক ডেস্ক: ৫ হাজার পাকিস্তানি ও বিদেশী আলেমে’র অংশগ্রহণের মধ্য দিয়ে ‘ইসলামের বাণী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে।

IINA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘ইসলামের বাণী’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন পাকিস্তান ওলামা পরিষদের উদ্যোগে এবং সন্ত্রাসবাদ, উগ্রতা ও সাম্প্রদায়িক সহিংসতা মোকাবিলার উদ্দেশ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে।

এ সম্মেলনে, সাম্প্রদায়িকতা পরিহার, উগ্রতাবাদ ও সন্ত্রাসবাদ, প্রকৃত ইসলামকে উপস্থাপন এবং সন্ত্রাসবাদ, নিরাপরাধ মানুষ হত্যা ও অন্যের অধিকার হননের সাথে ইসলামের অসম্পৃক্ততা ইত্যাদি বিষয়ে বক্তাগণ আলোচনা রাখেন।

সম্মেলনের সমাপনী বিজ্ঞপ্তিতে যে সকল বিষয় স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, মুসলিম সমাজ থেকে সকল প্রকার সহিংসতা ও উগ্রতা দূর করে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে মুসলিম ও আরব দেশগুলোর প্রতি আহবান, যা কিছু সন্ত্রাসীরা ইসলামের নামে ঘটাচ্ছে পরিপূর্ণরূপে তা অস্বীকার করা এবং প্রকৃত ইসলামকে উপস্থাপনের উদ্দেশ্যে ইসলামি মাযহাবসমূহ ও অন্যান্য ধর্মের অনুসারীদের সংলাপের আয়োজন ইত্যাদি।#3589720


captcha