IQNA

আল্লামা হিল্লি ইমাম মাহদী(আ.) থেকে যে এস্তেখারাটি বর্ণনা করেছেন

23:30 - April 26, 2017
1
সংবাদ: 2602965
আল্লামা হিল্লি তার মিসবাহ গ্রন্থে বর্ণনা করেন এই এস্তেখারাটি ইমাম মাহদী(আ.) থেকে বর্ণিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আল্লামা হিল্লি তার মিসবাহ গ্রন্থে বর্ণনা করেছেন যে, ইমাম মাহদী (আ.) বলেছেন: এস্তেখারা করার সময় প্রথমে ১০বার, ৩ বার অথবা একবার সূরা ফাতিহা, ১০বার সূরা কদর এবং ৩ বার এই দোয়াটি পাঠ করতে হবে:

«اَللّهُمَّ اِنّى اَسْتَخيرُكَ لِعِلْمِكَ بِعاقِبَةِ الْاُمُورِ وَ اَسْتَشيرُكَ لِحُسْنِ ظَنّى بِكَ فِى الْمَاْمُولِ وَالْمَحْذُورِ اَللهُمَّ اِنْ كانَ الْاَمْرُ الْفُلانى مِمّا قَدْنيطَتْ بِالْبَرَكَةِ اَعْجازُهُ وَ بَواديهِ وَ حُفَّتْ بِالْكَرامَةِ اَيَّامُهُ وَ لَياليهِ فَخِرْلى اَللهُمَّ فيهِ خِيَرَةً تَرُدُّ شُمُوسَهُ ذَلُولاً وَ تَقْعَضُ اَيّامَهُ سُرُوراً اَللهُمَّ اِمّا اَمْرٌ فَاَئْتَمِرُ وَ اِمّا نَهْىٌ فَاَنْتَهى اَللّهُمَّ اِنّى اَسْتَخيرُكَ بِرَحْمَتِكَ خِيَرَةً فى عافِيَةٍ.

এই দোয়াটির সার কথা হচ্ছে হে আল্লাহ! আমি এই কাজটি করার জন্য অপনার স্মরণাপন্ন হচ্ছি যদি কল্যাণকর হয় তাহলে করব আর যদি অকল্যাণকর হয় তাহলে করব না।

দোয়াটি পাঠ করার পর তসবির একটা অংশকে নির্ধারণ করতে হবে, যদি যে পরিমাণ ধরা হয়েছে তা দুটো করে গণনা করার পর একটি অবশিষ্ট থাকে তাহলে সেই কাজ করতে হবে। আর যদি সবই জোড় হয় এবং একটি অবশিষ্ট না থাকে তাহলে সেই কাজ করা যাবে না।

এই এস্তেখারাটি মাফাতিহুল জিনান গ্রন্থে সাইয়্যেদ রাজির এস্তেখরা হিসাবেও বর্নিত হয়েছে। সূত্র: shabestan

ট্যাগ্সসমূহ: আল্লামা ، ইমাম ، মাহদী ، দোয়া
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ylpdejkd
0
0
20
captcha