IQNA

মসজিদে সৌদি বাহিনীর মর্টার হামলা

23:36 - May 13, 2017
সংবাদ: 2603077
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি শাসক সেদেশের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়ায় একটি শিয়া মসজিদে মর্টার হামলা চলিয়ে মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
মসজিদে সৌদি বাহিনীর মর্টার হামলা
বার্তা সংস্থা ইকনা: সৌদি নিরাপত্তা বাহিনী বুধবার সেদেশের আওয়ামিয়া প্রদেশে হামলা শুরু করেছে এবং মুসওয়ারা শহরের "আল-সাইয়্যেদ মুহাম্মাদ" মসজিদে মর্টার হামলা চলিয়ে মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
আল আহাদ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আল-সাইয়্যেদ মুহাম্মাদ" মসজিদে হামলা ছাড়াও যোহরের আযানের সময় 'আল ফাতিয়া' মসজিদে গুলি বর্ষণ করে।
সৌদি সামরিক বাহিনী বুধবারে সেদেশের পূর্বাঞ্চলীয় শেখ নিমর বাকের আল বাকেরের জন্মস্থান আওয়ামিয়ায় হামলা চালিয়ে ৩ জনকে নিহত করেছে। এছাড়াও সামরিক বাহিনীর হামলায় অনেকেই আহত হয়েছে এবং এখনও এই হামলা অব্যাহত রয়েছে।
সৌদি সেনারা এই হামলা চালানোর জন্য হেলিকপ্টার এবং ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে এবং তারা মসজিদে হামলা ছাড়াও গাড়ি ও বাড়ীতে উদ্দেশ্য করে গুলি বর্ষণ ও মর্টার হামলা করেছে।
iqna



captcha