বার্তা সংস্থা ইকনা: ২০১১ সালের জরিপ অনুযায়ী ভারতের তেলেঙ্গা রাজ্যে বিগত এক দশকে ৪৫ লাখ মুসলমান বৃদ্ধি পেয়েছে।
তেলেঙ্গানায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উক্ত প্রদেশে শুধুমাত্র হায়দ্রাবাদে অর্ধেক জনগণ মুসলমান।
বর্তমানে ভারতে মুসলমানের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের সংখ্যা হ্রাস পাওয়ার দরুন সেদেশের কর্মকর্তাগণ উদ্বেগ প্রকাশ করছে।
ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালে। স্বাধীনতার সময় সেদেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ ছিল মুসলমান এবং বাকী ৯০ শতাংশ ছিল হিন্দু। কিন্তু বর্তমানে সেদেশের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয় ২৪ শতাংশে এবং হিন্দুদের সংখ্যা হ্রাস পেয় ৭৬ শতাংশে দাঁড়িয়েছে।
ভারতে ১২০ কোটি জনগণের মধ্যে ১৮ কোটি ঊর্ধ্বে মুসলমান। বর্তমানে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত তৃতীয় বৃহত্তম দেশ।
জনসংখ্যা কত আজও
সেটা মুসলিম দের কাছে
অজানা
এখন কথা হচ্ছে
ইংরেজ দের
থেকে যখন ভারত সাধিন হয়
তখন
না কি ভারতের মুসলিম দের সংখ্যা প্রায় চার কোটি
ছিল
তার পর পাকিস্তান বাংলাদেশে
বহু মুসলমান চলে যায়
তার পর ভারতের হাজার হাজার দাঙ্গার কারণে
মুসলিম রা
দেশ
ছেড়ে চলে গেছে
তার পর ও
সতেরো কটির অধিক মুসলমান
ভারতের মাটিতে
কি করে