শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: «قائِمُ اَهْلِ بَيْتي… يُؤيَّدُ بِنَصرِ اللّهِ… ؛ আমাদের আলে মোহাম্মাদের কায়েম মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে।
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: মেরাজের রাতে মহান আল্লাহ আসাকে বলেন; «… وَ لَأَنْصُرَنَّهُ بِجُنْدِي وَ لَأَمُدَّنَّهُ بِمَلَائِكَتِي حَتَّي يُعْلِنَ دَعْوَتِي… ؛ মাহদিকে আমি সৈন্য দিয়ে ফেরেশতা দিয়ে এবং আরও অনেক অলৌকিক সহায়তা দিয়ে সাহায্য করব।
বিখ্যাত মুফাসসির আইয়াশি ইমাম বাকের(আ.) থেকে বর্ণনা করেছেন: «إِنَّ الْمَلَائِكَةَ الَّذِينَ نَصَرُوا مُحَمَّداً صلی الله عليه و آله يَوْمَ بَدْرٍ فِي الْأَرْضِ مَا صَعِدُوا بَعْدُ وَ لَا يَصْعَدُونَ حَتَّي يَنْصُرُوا صَاحِبَ هَذَا الْأَمْرِ وَ هُمْ خَمْسَةُ آلَافٍ؛ যে সকল ফেরেশতারা বদরের যুদ্ধে মহানবীকে সাহায্য করতে এসেছিললেন তারা আর আসমানে ফিরে যান নি তারা ইমাম মাহদীকে সাহায্য করে তার মিশস সফল করার পর আসমানে ফিরে যাবেন তার আগে নয়। তাদের সংখ্যা হচ্ছে ৫ হাজার।
ইবনে কাছির ইমাম জাফর সাদিক(আ.) থেকে বর্ণনা করেছেন: এই আয়াতে আল্লাহ বলেছেন, «أَتي أَمْرُ اللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ؛ তোমরা তাড়াহুড়া করনা আমার নির্দেশ আসবেই।
ইমাম সাদিক(আ.) বলেন: هُوَ أَمْرُنَا أَمْرُ اللَّهِ لَا يُسْتَعْجَلُ بِهِ يُؤَيِّدُهُ ثَلَاثَةُ أَجْنَادٍ الْمَلَائِكَةُ وَ الْمُؤْمِنُونَ وَ الرُّعْب؛ সেটা হচ্ছে আল্লাহর নির্দেশ সুতরাং সে বিষয়ে তাড়াহুড়া কর না। অত:পর যথাসময়ে আল্লাহ তাকে তিনটি লশকরের মাধ্যমে সাহায্য করবেন। তারা হচ্ছে মু’মিনগণ, ফেরেশতাগণ এবং ভয় ও ত্রাস।
হাদিসে বর্নিত হয়েছে: «مَنْصُورٌ بِالرُّعْبِ وَ مُؤَيَّدٌ بِالنَّصْرِ» ইমাম মাহদী(আ.) যখন কিয়াম করবেন তখন শত্রুদের মনে এমন ভয় ও ত্রাস বিরাজ কবে যে তারা ইমামের সাথে লড়াই করার সাহসই পাবে না।
ইমাম জাফর সাদিক(আ.) আরও বলেছেন: ইমাম মাহদীর আবির্ভাবের জন্য তোমরা তাড়াহুড়া করবে না। কেননা মহান আল্লাহ, ফেরেশতাদের মাধ্যমে, মু’মিনদের মাধ্যমে এবং শত্রুদের অন্তরে ভীতি সঞ্চার করার মাধ্যমে সাহায্য করবেন। আর এভাবে আমরা আমাদের অধিকার ফিরে পাব।