IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের খবর কিভাবে জানা সম্ভব?

20:30 - May 27, 2017
সংবাদ: 2603155
ইমাম মাহদী (আ.) হলেন আল্লাহ ও রাসূলের (সা.) প্রতিশ্রুত শেষ জামানায় মানব জাতির পরিত্রাণদাতা ও ত্রাণকর্তা। তিনি বর্তমান যুগের আল্লাহ মনোনীত ইমাম ও পথপ্রদর্শক।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর (আ.) আবির্ভাব কখন এবং কি পরিস্থিতিতে হবে- এ বিষয়টি জানতে মানুষের আগ্রহ অনেক বেশি। তিনি আবির্ভাবের পর মানুষ কিভাবে অবহিত হবে এবং তার আবির্ভাবের পর তিনি যে বিশ্বজনীন বিপ্লবের আহ্বান জানাবেন; উক্ত বিপ্লবে কিভাবে মানুষ অংশগ্রহণ করবে এ বিষয় নিয়েও জল্পনা-কল্পনার কোন শেষ নেই।

ইমাম মাহদী (আ.) আল্লাহর নির্দেশে আবির্ভূত হওয়ার পর সর্বপ্রথম তার আবির্ভাবের খবর সম্পর্কে তার ঘনিষ্ঠজনরা এবং যারা তার প্রধান সহযোগী হবেন, তারাই এ বিষয়ে অবহিত হবে। অত:পর তাদের মাধ্যমে পর্যায়ক্রমে পৃথিবীর অন্যান্য মানুষরাও এ গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত লাভ করবে।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামত সম্পর্কে নির্ভরযোগ্য হাদীস গ্রন্থে যে সব ইঙ্গিত দেয়া হয়েছে- সেগুলো হল; যথা:

১- ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর আকাশ থেকে কিংবা অদৃশ্য থেকে তার আবির্ভাবের খবর দেয়া হবে (দ্র: কিতাবে গাইবাহ, পৃ.২৬২)

২- ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের খবর অদৃশ্য থেকে প্রচারের পর এ খবর পৃথিবীর সকল মানুষের নিকট পৌঁছে যাবে। এমনকি যারা ঘুমিয়ে থাকবে তারাও এ আওয়াজ শুনে জাগ্রত হবে। (দ্র: মিজানুল হিকমাহ; ১ম খণ্ড, পৃ. ১৮৬) সূত্র: শাবিস্তান
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইমাম ، মাহদী ، আল্লাহ
captcha