IQNA

দোয়া ও মুনাজাতের সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ

11:56 - June 15, 2017
সংবাদ: 2603267
পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো লাইলাতুল কদর। এ রাতে মসজিদে হাজির হয়ে দোয়া ও মানাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সানুবেরি শাবিস্তান প্রতিবেদকের সাথে আলাপকালে বলেছেন যে, পবিত্র শবে কদরের রাত হল ইবাদত-বন্দেগীর রাত। এ রাতে সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ ও পবিত্র স্থানসমূহে হাজির হয়ে আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাতে মশগুল হয়। তাই এ উত্তম সুযোগকে কাজে লাগিয়ে আমাদের উচিত যুবসমাজকে ইসলামের শত্রুদের মরণ ফাদ থেকে রক্ষা করা। কেননা আজকের যুবসমাজ পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের শিকার; এ সংস্কৃতির মরণ ছোবল তাদের ঈমান ও আকিদাকে ধ্বংস করে দিচ্ছে। তাই যুবসমাজকে ধর্মের প্রতি আকৃষ্ট করার মাধ্যমে আমার তাদেরকে বিপথগামীতা থেকে রক্ষা করতে পারি।

তিনি বলেন: মসজিদ হল এ পৃথিবীতে আল্লাহর ঘর। তাই এখানে ইবাদত-বন্দেগীর সওয়াব সবচেয়ে বেশি। পবিত্র রমজান মাসের দিনগুলিতে বিশেষ করে শবে কদরের রাতসমূহে মসজিদে হাজির হয়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকা এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য কামনা করা উচিত। কেননা দোয়া ও মুনাজাতের জন্য মসজিদের মত উত্তম স্থান আরও কোথাও নেই।

ট্যাগ্সসমূহ: ইকনা ، ইসলাম ، হযরত ، পবিত্র ، ধর্ম ، মসজিদ
captcha