IQNA

মিশরে বিমানবন্দর থেকে প্রাচীন হস্তলিখিত কুরআনের সন্ধান

15:55 - June 20, 2017
সংবাদ: 2603295
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয় ঘোষণা করেছে: কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মীরা উসমানীয় যুগের এক খণ্ড হস্ত লিখিত কুরআন শরিফ জব্দ করেছে।
মিশরে বিমানবন্দর থেকে প্রাচীন হস্তলিখিত কুরআনের সন্ধান

বার্তা সংস্থা ইকনা: প্রাচীন ও হস্তলিখিত কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি ইথিওপিয়া থেমে মিশরে প্রবেশ করার সময় কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মীরা সেটাকে জব্দ করে।

মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন: মূল্যবান এই কুরআন শরিফটি উদ্ধার করার পর কাস্টমস কর্মীরা তাৎক্ষনিক পুরাকীর্তি বিভাগের হস্তান্তর করে।

কায়রোর বিমানবন্দরের পুরাকীর্তি বিভাগের মহাপরিচালক বলেন হামেদী হামাম বলেন: প্রাথমিক পর্যবেক্ষণের পর বোঝা গিয়েছে যে, উসমানী যুগে ওয়াইডস্ক্রিন বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের পাঁচ খণ্ড পাণ্ডুলিপি একটি বাক্সের মধ্যে ছিল। পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি একটি চামড়ার আচ্ছাদনে ঢাকা ছিল।

তিনি বলেন: কুরআন শরিফের এসকল পাণ্ডুলিপির মধ্যে কিছু পাণ্ডুলিপির সূরা পর্যায়ক্রমে সাজানো নয়।

মিশরের এই কর্মকর্তা আরও বলেন: পবিত্র কুরআন শরিফের পাণ্ডুলিপি ছাড়া একটি চামড়ার নীল মশক এবং হাড়ের ছয়টি তলোয়ারও উদ্ধার করা হয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، প্রাচীন ، পবিত্র ، মিশর
captcha