IQNA

ইমাম মাহদীর (সা.) হুকুমতে শান্তি ও নিরাপত্তা

22:05 - July 10, 2017
সংবাদ: 2603404
রাসূল (সা.) থেকে বর্ণিত এক হাদীসে উল্লেখ করা হয়েছে যে, শেষ জামানায় ইমাম মাহদীর শাসনামলে শান্তি ও নিরাপত্তা এতই অধিক হবে যে, দু’মহিলা রাতের আধারে নির্জনে সফর করলেও কোন সমস্যার শিকার হবে না; কেননা তখন জুলুম ও অবিচারের কোন ভয় থাকবে না।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর (আ.) যে হুকুমত ও সরকার প্রতিষ্ঠা হবে, সে সরকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শান্তি ও নিরাপত্তা। এ সরকার ব্যবস্থায় ন্যায় ও ইনসাফের বিশেষ প্রভাব থাকবে।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর যে সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকারের নানাবিধ বৈশিষ্ট্য নিয়ে মাসুমগণ (আ.) থেকে বহু হাদীস বর্ণিত হয়েছে। এ সম্পর্কে রাসূল (সা.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে, শেষ জামানায় ইমাম মাহদীর শাসনামলে শান্তি ও নিরাপত্তা এতই অধিক হবে যে, দু’মহিলা রাতের আধারে নির্জনে সফর করলেও কোন সমস্যার শিকার হবে না; কেননা তখন জুলুম ও অবিচারের কোন ভয় থাকবে না। (দ্র: মু’জামুল কাবীর, ৮ম খণ্ড, পৃ. ১৭৮)

আরও একটি হাদীসে বর্ণিত হয়েছে: নিশ্চয়ই ইমাম মাহদীর শাসনামলে যে কেউ কোন বাহনে চড়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করবে; কিন্তু একমাত্র আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে কোন শংকা থাকবে না। (জা’মেউল উসুল, ৭ম খণ্ড, পৃ. ২৮৬)

 
ট্যাগ্সসমূহ: রাসূল ، ইমাম ، মাহদী ، জুলুম ، ইকনা
captcha