IQNA

জর্ডানের সংসদে ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান

18:20 - July 29, 2017
সংবাদ: 2603530
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের সংসদের ৫৫ জন সদস্য একটি স্মারকলিপিতে স্বাক্ষর প্রদানের মাধ্যমে সেদেশে অবস্থিত ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। এছাড়াও জর্ডানে অবস্থিত ইসরাইলি দূতাবাস বন্ধের আহ্বান জানিয়েছে।
জর্ডানের সংসদে ইসরাইলে রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান

বার্তা সংস্থা ইকনা: এই স্মারকলিপিতে স্বাক্ষর প্রদানকারী এক প্রতিনিধি সংবাদ সংস্থা স্পুটনিকের সাথে এক সাক্ষাতকারে বলেন: দুর্ভাগ্যবশত, সাবেক সংসদ প্রতিনিধিরা কথা অনুযায়ী কাজ করেননি। বলা হয়েছিলো শুধুমাত্র কথা বললেই হবে না। বিভিন্ন বিষয়ে নিজেদের প্রতিবাদ করে জনগণের নিকট প্রমাণ করতে হবে যে, আমরা আল আকস মসজিদকে রক্ষা করছি।

জর্ডানের এই সংসদ প্রতিনিধি আরও বলেন: আমি আশা করছি এই স্মারকলিপিতে স্বাক্ষরের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন: ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করার এখন উপযুক্ত সময়। এছাড়াও জর্ডানে অবস্থিত ইসরাইলি দূতাবাস বন্ধ এবং তেল আভিভে আমাদের রাষ্ট্রদূতকে তলব করে বিষয়টি তদন্ত করতে হবে।

এই পূর্বে জর্ডানের এক উৎস ঘোষণা করেছে, জর্ডানের ৩৭ জন সংসদ সদস্য এই স্মারকলিপিতে স্বাক্ষর প্রদান করেছে। এই স্মারকলিপিতে স্বাক্ষর প্রদান আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আম্মানে ইসরাইলি দূতাবাস থেকে গুলি বর্ষণের ফলে দুই জন জর্ডানি নিহত হয়। এই দু'জন নিহত হওয়ার পর ইসরাইলির বিরুদ্ধে এধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

iqna


captcha